যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখে ব্রাজিলের আলভেস

গত মাসে স্পেনের নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস।

কাতালুনিয়ার সুপ্রিম কোর্ট বিবৃতিতে জানিয়েছে, গত মাসে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বিবৃতিতে আলভেসের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু কোর্টের এক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, ওই অভিযোগটটা তাকে কেন্দ্র করেই। তিনি আরও বলেছেন, এই মুহূর্তে মামলাটি তদন্তাধীন। তাই আর কোনও তথ্য কোর্টের কাছে নেই।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই নারী অভিযোগ করেছেন আলভেস তাকে স্পর্শকাতর একটি জায়গায় বিনা অনুমতিতে হাত দিয়েছেন। তখন বন্ধুদের সঙ্গে ওই নারী নাইট ক্লাবে ছিলেন।

আলভেসের পক্ষে এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, সাবেক বার্সেলোনা তারকা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। বর্তমানে আলভেস পুমাস উনামের হয়ে খেলতে মেক্সিকোতে রয়েছেন।  

আলভেস অবশ্য গত সপ্তাহে অ্যান্টেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওই ক্লাবে তিনিও সঙ্গীদের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু ওই ধরনের আপত্তিকর কিছু করেননি।