প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ, কথা রাখতে পেরে খুশি শতদ্রু

আগে থেকে বলে আসছিলেন কিছু সময়ের জন্য হলেও বাংলাদেশে আসবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অবশেষে তা-ই হয়েছে। ভোরে ঢাকায় এসে ব্যস্ত সময় কাটালেন ‘বাজপাখি’। ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছেন।  

সংক্ষিপ্ত ঢাকা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মার্টিনেজ (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে নিজের স্বাক্ষরিত আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন মার্টিনেজ। তাকে ঢাকায় আনার ক্রীড়া উদ্যোক্তা কলকাতার শতদ্রু দত্ত এমন সফরে বেজায় খুশি। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্টিনেজের দেখা হওয়ায় উচ্ছ্বসিত তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শতদ্রু লিখেছেন, ‘বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। বাংলাদেশকে কথা দিয়েছিলাম। কথা রাখলাম। ভালো থেকো।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ (ছবি: ফোকাস বাংলা)

আজ বিকালেই দুই দিনের সফরে কলকাতায় যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার তারকা গোলকিপারের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্টিনেজের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন তাকে ঢাকায় আনার ক্রীড়া উদ্যোক্তা কলকাতার শতদ্রু দত্তও