এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেকে জয় দেখলেন রোনালদো 

ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগে ক্রিস্তিয়ানো রোনালদো নেই তো কী হয়েছে! এশিয়ান চ্যাম্পিয়নস লিগ তো আছে। সেখানে অভিষেকেই জয় দেখেছেন আল নাসর তারকা। ইরানিয়ান ক্লাব পারসেপোলিসের বিপক্ষে দলকে ২-০ গোলে জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে গ্রুপ ‘ই’ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করেছে সৌদি ক্লাব। 

২০১৬ সালের পর সৌদি কোনও ক্লাব এবারই প্রথম ইরানে খেলতে গেছে। ম্যাচটা হয়েছে তেহরানের আজাদি স্টেডিয়ামে। তাও আবার দর্শকহীন স্টেডিয়ামে। পারসেপোলিস দর্শকরা ২০২১ সালের এক কাণ্ডে এক ম্যাচের শাস্তি পেয়েছিলেন। যা মূলত সাহায্য করেছে আল নাসরকে। দুইবারের রানার্স আপদের বিপক্ষে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। একটি গোল এসেছে দানিয়াল এসমায়েলিফারের আত্মঘাতী থেকে। অপরটি করেছেন ডিফেন্ডার মোহাম্মদ কাসেম। 

রোনালদো গোল না পেলেও পুরো ম্যাচেই প্রভাব রাখার চেষ্টা করেছেন। প্রথমার্ধে দুবার কাছে গিয়েও গোল পাননি তিনি। 

দ্বিতীয়ার্ধে আবার দশ জনের দলেও পরিণত হয় পারসেপোলিস। রোনালদোর বুটে পা মাড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইরানি ক্লাবটির মিডফিল্ডার মিলাদ সারলাক।