আর্জেন্টিনার বিপক্ষে না খেলে ভালোই হয়েছে নেইমারের!

গ্যালারি এবং মাঠ- দুটোতেই যেন যুদ্ধের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। জাতীয় সঙ্গীতের সময় ব্রাজিলকে দুয়ো দেওয়ার পর দুই দেশের সমর্থকদের মারামারি লেগে যায়। ব্রাজিলিয়ান পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা শুরু করে। আধাঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচেও ছিল হাঙ্গামা! ব্রাজিলিয়ান খেলোয়াড়রা একের পর এক ফাউল করতে থাকে, দুই অর্ধ মিলিয়ে ২৬টি। দেখেছে একাধিক হলুদ কার্ড, একটি লাল কার্ডও। তবে উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। এই ম্যাচ না খেলে নেইমার বুঝি ভালোই করেছেন।

গত অক্টোবরে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা এসিএল ইনজুরিতে পড়েন। এজন্য ম্যাচটা খেলা হয়নি। তবে ব্রাজিল-আর্জেন্টিনার মেজাজ হারানোর ম্যাচ নিয়ে চুপ থাকেননি নেইমার। তার দাবি, মঙ্গলবার ম্যাচটি খেললে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হতেন। তাকেও অনেক বেশি আঘাত সইতে হতো।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার লিখেছেন, ‘ভালো খেলা, ক্লাসিক। উত্তাপ ছড়ানো ম্যাচ। আমি এই ম্যাচে আরও অনেক আঘাত পেতাম। কিন্তু আমি হয়তো তালগোল পাকিয়ে ফেলতাম।’