বাফুফে সভাপতির সফল বাইপাস সার্জারি

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের পর অসুস্থ হয়ে পড়েছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। পরে জানা যায়, হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে তার। তখন থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন বাইপাস সার্জারির। যেটি আজ বৃহস্পতিবার একই হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

সাতঘণ্টার দীর্ঘ এই অস্ত্রোপচারের পর ৭০ বছর বয়সী সালাউদ্দিনকে এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এখানে আপাতত পর্যবেক্ষণে থাকবেন তিনি।    

চিকিৎসকেরা জানিয়েছেন, কোনও জটিলতা ছাড়াই সফলভাবে শেষ হয়েছে অস্ত্রোপচার। চিকিৎসকরাও সার্বিক প্রক্রিয়ায় সন্তুষ্ট ছিলেন। তারা সালাউদ্দিনের পরিপূর্ণ সুস্থতার ব্যাপারে আশাবাদী। বাফুফে সভাপতি এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন তারা।