সাত বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে ফাহিম

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে আজ বুধবার বাংলাদেশের প্রাথমিক দল ঘোষিত হয়েছে। সেই দলে রয়েছেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও। এমন দিনে শুভ কাজটিও সেরে ফেলেছেন শেখ জামালে খেলা ফুটবলার। সাত বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন কনে ইমা সুলতানার সঙ্গে। ফাহিমের পৈতৃক বাড়ি সিরাগজগঞ্জের সদরে হয়েছে বিয়ের অনুষ্ঠান। 

ইমার সঙ্গে ২০১৭ সালে ফাহিমের প্রথম পরিচয়টা বন্ধুর মাধ্যমে। এরপর সেই বছরেই সাইফ স্পোর্টিংয়ে থাকার সময় বিকেএসপিতে অনুশীলন হয়েছিল। ফাহিম তখন দেখা করেছিলেন ইমার সঙ্গে। ইমা তখন বিকেএসপিতে পড়তেন। সেই বন্ধন আজ পরিণয়ে রূপ নিলো।

কনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে স্পোর্ট সায়েন্সে পড়ছেন। বাড়ি কিশোরগঞ্জে। ফাহিম ইমাকে নিয়ে ঢাকায় আসতে আসতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই বিয়েটা সেরে ফেললাম। আমাদের প্রেমের বিয়ে। ইমার সঙ্গে পরিচয়ের পর আমার খেলা ফলো করতো। এখন পুরোপুরি ফুটবল ফলো করে। বলতে পারেন একজন ফুটবল সমর্থকও।’

আগামী ২ মার্চ বাংলাদেশ দল যাবে সৌদি আরবে। সেখানে প্রস্তুতির পর ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।