অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০২৩ নারী বিশ্বকাপে ফুটবল উত্তেজনার পাশাপাশি ব্যবসায়িক সাফল্য সাড়া ফেলেছিল। আগামী আসরে নারী বিশ্বকাপ অন্য মাত্রায় পৌঁছাবে, এমন প্রত্যাশা করা যায়। কারণ বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে। ২০২৭ সালের নারী ফুটবলের সবচেয়ে বড় ইভেন্টে আয়োজক হচ্ছে তারা।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফিফার বার্ষিক কংগ্রেসে নারী বিশ্বকাপের আয়োজক হওয়ার ভোটাভুটিতে জিতেছে ব্রাজিল। বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি যৌথ আয়োজক হওয়ার বিড করেছিল। তাদের দৌড় থেমে গেছে বিশাল ব্যবধানে ভোটে হেরে। ফিফা কংগ্রেসের ১১৯ সহযোগী সদস্য ভোট দিয়েছে ব্রাজিলের পক্ষে, ৭৮ ভোট পেয়েছে ইউরোপিয়ান তিন দেশ।
ব্রাজিল দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। দেশটির ফুটবল কনফেডারেশন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বলেছেন, ‘আমরা জানতাম দক্ষিণ আমেরিকান নারী ফুটবল ও নারীদের জন্য আমরা বিজয় উদযাপন করতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনও অসারতা ছাড়াই আমরা নারীদের সেরা বিশ্বকাপ আয়োজন করবো।’
ব্রাজিলে ১৯৫০ ও ২০১৪ সালে ছেলেদের বিশ্বকাপ হয়েছিল। দুইবারই স্বাগতিকদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল।