জুভেন্টাসকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেও ক্লাবের মন জয় করতে পারেননি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ইতালিয়ান কাপ জয়ের দুই দিন পর অসদাচরণের দায়ে তাকে ছাঁটাই করেছে ইতালিয়ান জায়ান্টরা।
রোমে আতালান্তাকে ১-০ গোলে হারানো ম্যাচে মেজাজ হারিয়ে বসেছিলেন অ্যালেগ্রি। শেষ দিকে ম্যাচ অশিফিয়ালের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করেই থেমে থাকেননি তিনি। শিরোপা উৎসবের সময় জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গেও দ্বন্দ্বে জড়ানোর মতো ঘটনা ঘটিয়েছেন। তার পর অ্যালেগ্রির ঘটনা তদন্তে ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল গঠন করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ওই ঘটনার পর শুক্রবার জুভেন্টাস জানিয়ে দেয়, দলটির আর কোচ হিসেবে নেই অ্যালেগ্রি। বিবৃতিতে তারা বলেছে, ‘ছাঁটাইয়ের ঘটনা মূলত ইতালিয়ান কাপের সময় ও তার পরের ঘটনার সঙ্গে সম্পর্কিত। ক্লাব মনে করেছে এমন আচরণ জুভেন্টাসের মূল্যাবোধের সঙ্গে একদমই বেমানান। যারা ক্লাবকে প্রতিনিধিত্ব করে তাদের অবশ্যই এসব মূল্যবোধের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।’
দুসান ভ্লাহোভিচের একমাত্র গোলে কোচ হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো কোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন অ্যালেগ্রি। এমন অসদাচরণের ঘটনা না ঘটলেও ৫৬ বছর বয়সী আগামী মৌসুমে কোচ হিসেবে বহাল থাকতেন না। তার জায়গায় কোচ হওয়ার কথা বোলোগনা কোচ থিয়াগো মোত্তার।
ছাঁটাই হওয়ায় সিরি আ’য় লিগের শেষ দুই ম্যাচে থাকা হচ্ছে না অ্যালেগ্রির। ক্লাব তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
অ্যালেগ্রি ২০১৪ সাল থেকে ২০১৯ সালেও জুভেন্টাস কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাঁচ আসরেই জিতেছেন লিগ শিরোপা। জিতেছেন চারটি ইতালিয়ান কাপ। ওই সময়ে দু’বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও খেলেছে জুভেন্টাস। তার পর পারস্পরিক সমঝোতাতে চাকরি ছেড়ে গেছেন। দুই বছর বিরতির পর আবার ২০২১-২০২২ মৌসুমে নতুন করে নিয়োগ পান দ্বিতীয় মেয়াদে। তবে প্রথম মেয়াদের মতো প্রত্যাশা পূরণ করতে পারেননি। এই মৌসুমে ইতালিয়ান কাপই ছিল তার একমাত্র শিরোপা। তাছাড়া পূর্ণ দুই মৌসুমে তার অধীনে সিরি আ’তে একবার চতুর্থ আরেকার সপ্তম স্থান নিয়ে লিগ শেষ করেছে। বর্তমানে অবস্থান করছে চারে।