এক ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

downloadশনিবার ঘরের মাঠে মর্যাদার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর ৪০তম ম্যাচে এসে হারের মুখ দেখলো কাতালানরা।

তবে বার্সেলোনার জন্য আরেকটি দুঃসংবাদ হচ্ছে- আগামী লা লিগা ম্যাচে দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে পাচ্ছে না তারা। শনিবার হলুদ কার্ড দেখায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগামী শনিবার খেলতে পারবেন না এই উরুগুয়ে ফরোয়ার্ড।

তবে বার্সার জন্য স্বস্তির ব্যাপার হলো, বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যথারীতি খেলতে পারবেন সুয়ারেজ। অন্যদিকে শনিবারের লা লিগা ম্যাচে সুয়ারেজের জায়গা নেবেন মুনিল এল হাদ্দাদি।

শনিবার ন্যু-ক্যাম্পে দ্বিতীয়ার্ধের সময় হলুদ কার্ড দেখেন সুয়ারেজ। যে কারণে চলতি মৌসুমে সব মিলিয়ে এর আগেই তিন ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে পড়া লিভারপুলের সাবেক এই তারকা আগামী লিগ ম্যাচেও নিষিদ্ধ থাকবেন।

/এমআর/