শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশ হকি দলের

 


ভারতীয় হকি দলের উল্লাসজমজমাট ফাইনালের শেষ মিনিটে শিভম আনন্দের করা গোলে আয়োজক বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপা জিতেছে ভারত। দুর্দান্ত পারফরম্যান্সেও বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয় শেষ মুহূর্তে।
দুই দলেরই খেলার শুরুটা ছিল বাড়তি সতর্কতার মাঝে। বলের পজেশন হারানো যাবে না এবং প্রতিপক্ষের গোলপোস্টে গিয়েই শেষ করতে হবে যাত্রা-এ ধারাতেই খেলে চলে দুই দল। বাংলাদেশ ম্যান মার্কিংয়ের কৌশল নেয় কারণ ভারত তাদের একাদশে প্রথম থেকেই পাঁচজন অ্যাটাকার অন্তর্ভুক্ত করেছিল। তবে খেলার ১৭ মিনিটে প্রথম ‘কুলিং ব্রেক’ নেওয়ার আগ পর্যন্ত ভারতই একবার গোলের কাছাকাছি এসেছিল। ১৪ মিনিটে ধরমিন্দর সিংয়ের কোনাকুনি হিটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় উড়ে।
২২ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। আর তাতেই গোল পায় স্বাগতিকরা। ফজলে হোসেন রাব্বির পুশ, নাইমের স্টপে ফ্লিক করেছিলেন বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল। বল এক ডিফেন্ডারের স্টিকে লেগে ফেরত এলেও ফাঁকায় থাকা রোমান সরকার ঠান্ডা মাথায় বল আছড়ে ফেলেন বোর্ডে।
যদিও দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি বাংলাদেশের আনন্দ, চমৎকার এক গোলে যে ভারতকে সমতায় ফেরান মিডফিল্ডার শিভম আনন্দ। দিলপ্রিৎ সিংয়ের থ্রু পাসে গোললাইন ধরে এগিয়ে যান শিভম আনন্দ। আড়াআড়ি এগিয়ে গিয়ে তিনি ভাব করেন যেন বল তিনি পাম দেবেন, কিন্তু তা না করে রিভার্স স্টিকে আলতো পুশে তিনি ফাঁকি দেন বাংলাদেশ গোলরক্ষক ইয়াসিন আরাফাতকে।
গোল পেয়ে অবশ্য কিছুক্ষণ বাংলাদেশের ওপর চড়াও হয় ভারত। এই সময় পুরোপুরি রক্ষণাত্মক হয়ে চাপ সামলে ওঠে বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে আবার চালকের আসনে বসে বাংলাদেশ। দ্রুতগতির একটি কাউন্টার অ্যাটাকে সবুজ রাহমানের জোরালো হিটে নিখুঁত ফ্লিক ভারতীয় গোলরক্ষক পঙ্কজ রজককে কোনও প্রতিক্রিয়ার সুযোগই দেয়নি, বাংলাদেশের গোল উদযাপনের মাঝেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে সমতা আনার জন্য মরিয়া হয়ে ওঠা ভারত সফল হয় ৩৪ মিনিটে, পেনাল্টি কর্নারে সমতাসূচক গোলটি করেন হারদিক সিং। সানি মালিকের পুশে কুনওয়ারদিলরাজ সিংয়ের টার্ফ কামড়ানো হিটে গোলটি করেন হারদিক।

এর পর তো পিছিয়েই পড়ে বাংলাদেশ। ৫১ মিনিটে ডিফেন্স ও গোলরক্ষকের ভুলে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। দিলপ্রিৎ সিংয়ের স্কয়ার পাসে রিভার্স পুস করেছিলেন কজেংবাম সিং। বলে তেমন গতি ছিল না কিন্তু গোলরক্ষক ইয়াসিন আরাফাত তা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে।
তবে হাল ছেড়ে দেয়নি বাংলাদেশ, যে অস্ত্র দিয়ে আঘাত হানা সম্ভব তা দিয়েই আঘাত হানে বাংলাদেশ। রাব্বি, নাইমের পুশ স্টপে আশরাফুল সমতা আনেন, স্কোরলাইন হয় ৩-৩।
৬২ মিনিটে আবারও কজেংবাম সিং একটি ফিল্ড গোল করে ভারতকে ৪-৩-এ এগিয়ে দেন। দুই মিনিট পর আশরাফুলের প্রচন্ড জোরের হিট পঙ্কজ রজকের প্যাডে লেগে ফিরে এলেও তাতে রিভার্স হিট নেন বাংলাদেশ ফরোয়ার্ড মাহবুব হোসেন। ৪-৪ গোলে সমতা আনার আনন্দে মেতে উঠে বাংলাদেশ, তবে ম্যাচ যখন যাচ্ছে শুটআউটের দিতে, তখনই শেষ হয়ে যায় সব আশা। নির্ধারিত ৭০ মিনিটে হওয়ার মাত্র ৪ সেকেন্ড আগে শিভম আনন্দের ফিল্ড গোলে শিরোপা জিতে নেয় ভারত।

/আরএম/কেআর/