এশিয়া কাপ হকিও হবে ঢাকায়

hockeyহকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ পর্বই শেষ নয়, চলতি বছরের শেষে ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে এশিয়া কাপ হকির আয়োজক হওয়ার দৌড়েও এগিয়ে আছে বাংলাদেশ।

প্রতিদ্বন্দ্বিতার বিচারে এশিয়া কাপ চলতি হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর চেয়ে অনেকে উপরে, তা ছাড়া ভারত-পাকিস্তানের অন্তর্ভুক্তি মানেই বাড়তি মাত্রা। 

হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ মূলত ছিল এশিয়া কাপের ড্রেস রিহার্সেল। বাংলাদেশ হকি ফেডারেশন প্রাণপণ চেষ্টা করেছে হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ সফল করার জন্য। কাল রবিবার এটি শেষ হওয়ার পর ফেডারেশন মনোযোগ দেবে এশিয়া কাপের দিকে। সহ সভাপতি খাজা রহমতউল্লাহ আত্মবিশ্বাসী সফলভাবেই আয়োজন করবে বাংলাদেশ, ‘যদিও আমরা মৌখিক নিশ্চয়তা পেয়েছি, তবে আগামী মাসের শেষে আমরা চুক্তি স্বাক্ষর করব বলে আশা করছি। সরকারের সহযেগিতায় আমরা হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ সফলভাবে সম্পন্ন করতে চলেছি। আশা করি এশিয়া কাপও করতে পারব।’ সঙ্গে যোগ করলেন, ‘এশিয়া কাপ আয়োজন করতে পারলে বাংলাদেশের হকির নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা নভেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে চাই।’

/কেআর/