দাপুটে জয়ে শুরু দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়া-ওমান ম্যাচের একটি মুহূর্তএশিয়া কাপ হকির বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের এবারের আসরের শুরুটা করেছে তারা চ্যাম্পিয়নদের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে কাঁপিয়ে দিয়ে ৭-২ গোলের জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র দ্বিতীয় ম্যাচের শুরুতে অবশ্য অঘটনের ইঙ্গিত দিয়েছিল ওমান। ১৮ মিনিটে রাশেদ আল ফাজরির গোলে এগিয়ে গিয়েছিল ওমান। তাতে শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার। ২২ মিনিটে লি মুকইয়ংয়ের গোলে সমতায় ফেরে তারা।

পরের সময়টায় চলেছে শুধু দক্ষিণ কোরিয়ার দাপট। ৩৫ মিনিটে চো সুক হুনের গোলে এগিয়ে যাওয়ার পর বর্তমান চ্যাম্পিয়নরা ব্যবধান ৩-১ করে ৩৯ মিনিটে সেও ইনউ জাল খুঁজে পেলে।

গোল উৎসব করে গেছে দক্ষিণ কোরিয়া এরপরও। ৪১, ৪৭ ও ৪৮ মিনিটে আরও তিন গোল করে জয়টা পাকাপোক্ত করে তারা। ৫২ মিনিটে ওমান নিজেদের দ্বিতীয় গোলে ব্যবধান যা একটু কমাতে পেরেছে। পরে যোগ করা সময়ে আরও একবার লক্ষ্যভেদ করে ৭-২ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নদের মতো করেই এশিয়া কাপ হকির এবারের আসর শুরু করেছে দক্ষিণ কোরিয়া।