হকিতে আসছে বিদেশি কোচ

hockeyমিশেল কিনান, জাইলস বনেট সহ একাধিক কোচের বায়োডাটা ছিল হকি ফেডারেশনের হাতে। তাদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করেছে ফেডারেশন। মালয়েশিয়ার গোপীনাথন কৃষ্ণমূর্তি আপাতত অনূর্ধ্ব-১৬ দলের দায়িত্ব নিচ্ছেন। আগামী সপ্তাহে তার ঢাকায় আসার কথা। অনূর্ধ্ব-১৬ দলের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে তার হাতে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বুধবার বলেছেন, ‘গোপীনাথন কৃষ্ণমূর্তিকে অনূর্ধ্ব-১৬ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই দল সাফল্য পেলে তাকে এশিয়ান গেমসে মূল জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।’

আগামী ২৫ এপ্রিল থেকে থাইল্যান্ডে হবে যুব অলিম্পিকের বাছাই পর্ব।  সেটাই হবে কৃষ্ণমূর্তির প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। মালয়েশিয়ার জাতীয় দলে ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলা কৃষ্ণমূর্তি দ্বিতীয় বারের মতো আসছেন বাংলাদেশে।  ২০১৪ সালে দুই মাসের জন্য এসেছিলেন তিনি।