দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচে বল দখলের লড়াইযুব অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন আগেই ভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে ব্যাংককে এশিয়া অঞ্চলের বাছাই পর্বে বাংলাদেশের সান্ত্বনা তৃতীয় স্থান।  স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে সারোয়ার-আবেদরা।

রবিবার ৫-৪ গোলে দক্ষিণ কোরিয়ার যুব দলকে হারিয়েছে বাংলাদেশ যুব হকি দল।  প্রথমার্ধ থেকেই আগ্রাসী রূপে ছিল বাংলাদেশ।  এগিয়ে যায় ৩-০ গোলে।  আবেদন উদ্দিন, মেহেদী হাসান ও সারোয়ার একটি করে গোল করে দলকে এগিয়ে নেন।  দ্বিতীয়ার্ধেও আগ্রাসী রূপ ধরে খেলতে থাকে বাংলাদেশ।  তাদের একটি গোলের বিপরীতে একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া।  এই অর্ধে স্কোর লাইন হয় ৪-১।  

এরপর থেকেই পাল্টা প্রতিরোধ শুরু দক্ষিণ কোরিয়ার। শেষার্ধে বাংলাদেশকে আরো তিনটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তারা। বাংলাদেশের শেষ দুটি গোল এসেছে সোহানুর রহমান সবুজের স্টিক থেকে।

বাছাই পর্ব থেকে ভারত ও মালয়েশিয়া যুব অলিম্পিক গেমসের টিকিট পেয়েছে। ফাইনালে ভারত শুট আউটে ২-১ গোলে মালয়েশিয়াকে হারিয়েছে। নির্ধারিত সময় খেলা ৪-৪ গোলে ড্র ছিল।