ভারতে টানা তৃতীয় হার হকি দলের

ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে সহকারী কোচ মওদুদুর রহমান শুভর সেলফিআগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে ভারত সফরে গেছে জাতীয় হকি দল। বেঙ্গালুরুতে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৪-০ এবং পরের ম্যাচে ‘এ’ দলের বিপক্ষে ৬-০ গোলে হেরে যান জিমি-চয়নরা। সোমবার তৃতীয় ম্যাচে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশ আবার পরাজিত। এবার ম্যাচের ফল ৬-৩।

স্কোরলাইনেই পরিষ্কার, আগের দুই ম্যাচের তুলনায় এবার কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছেন মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা।

প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। তবে এরপর প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি। বাংলাদেশের গোল তিনটি করেছেন আশরাফুল ইসলাম, মাহবুব হোসেন এবং রাসেল মাহমুদ জিমি।