তবু দল নিয়ে আশাবাদী গোপিনাথন

জাতীয় হকি দলের কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তিভারত সফরে ব্যর্থতার ‍বৃ্ত্তে বন্দি জাতীয় হকি দল। বেঙ্গালুরুতে চারটি ম্যাচ খেলে চারটিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবু দল নিয়ে হতাশ নন কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। মালয়েশিয়ান কোচের বিশ্বাস, হারতে হারতেই শিখছে তার শিষ্যরা।

ভারতের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৪-০ ও ৬-৩ এবং ‘এ’ দলের কাছে ৬-০ ও ৭-০ গোলে হার মেনেছে লাল-সবুজের দল। কোনও ম্যাচেই বিন্দুমাত্র লড়াই করতে পারেননি জিমি-চয়নরা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে ভারতে গেছে বাংলাদেশ। কিন্তু টানা চার ম্যাচে বিধ্বস্ত হয়ে দলের প্রস্তুতি এখন প্রশ্নের মুখে।  

গোপিনাথন অবশ্য নিরাশ হচ্ছেন না। ফেসবুকের মাধ্যমে জাতীয় দলের কোচ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতে আমরা শিখতে এসেছি। আমরা চারটি ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু অনেক কিছু শিখেছি। র‌্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা ভারতের দুটি দলের মুখোমুখি হওয়া ৩০ নম্বর র‌্যাংকিংয়ের বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের দল উন্নতি করছে, আমরা উন্নতির পথেই আছি।’

জাতীয় দল নিয়ে অল্প কয়েক দিন কাজ করা গোপিনাথন ভবিষ্যতে সাফল্য পেতে আশাবাদী, ‘ভারত সফরের আগে মাত্র ১০ দিন অনুশীলন করেছে খেলোয়াড়রা। লিগের কারণে খেলোয়াড়দের পাওয়া যায়নি। উন্নতির জন্য আমাদের আরও সময় দিতে হবে। কঠিন প্রতিপক্ষের সঙ্গে বেশি ম্যাচ খেলেই বাংলাদেশ দলকে উন্নতি করতে হবে।’