ভারতে ব্যর্থতার পরও আশাবাদী হকি কোচ

জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তিআগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের হকিতে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে আটঘাঁট বেঁধে নেমেছে বাংলাদেশ। প্রস্তুতি নিতে সম্প্রতি ভারত সফরে গিয়েছিল লাল-সবুজের দল। এ মাসের শেষ দিকে যাবে দক্ষিণ কোরিয়ায়। ভারতে হকি দলের সময়টা ভালো কাটেনি। তবে ছয়টি প্রস্তুতি ম্যাচেই বড় ব্যবধানে হেরে গেলেও সফর থেকে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি।

বেঙ্গালুরুতে ম্যাচগুলো খেলে দলের দুর্বলতা চিহ্নিত করতে পেরেছেন কোচ। দেশে ফিরে তিনি বলেছেন, ‘ভারতে ছয়টি ম্যাচ খেলার পর দলের দুর্বলতা খুঁজে পেয়েছি। এটার দরকার ছিল। এখন বুঝতে পারছি, আমাদের অবস্থান কোথায়, কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আসলে শক্তিশালী দলের বিপক্ষে না খেললে দুর্বলতা চিহ্নিত করা কঠিন।’

গোপিনাথনের বিশ্বাস, ভারত সফর খেলোয়াড়দের মনের ভয় দূর করে দিয়েছে অনেকটাই, ‘দলের খেলোয়াড়দের মন থেকে ভয়-ভীতি দূর করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমি চেয়েছিলাম, বড় দলের সঙ্গে খেলতে নেমে তারা যেন খেই হারিয়ে না ফেলে। আশার কথা, খেলোয়াড়রা এক্ষেত্রে উন্নতি করেছে। তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মেছে যে ভারতের একটা দলের সঙ্গে লড়াই করা যায়, গোল করা যায়।’

এশিয়ান গেমসের আগেই দলকে গুছিয়ে নেওয়ার আশাবাদ তার কণ্ঠে, ‘আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। যেমন পেনাল্টি কর্নার, ডিফেন্স, ট্যাকলিং, পাসিং, রিসিভিং এবং গোল স্কোরিং। এশিয়ান গেমসের আগে ৪০ দিনের মতো হাতে আছে। আশা করি, এই সময়ের মধ্যে দলকে গুছিয়ে নিতে পারবো।’