সেই ওমানের গ্রুপে বাংলাদেশ!

30d265fc622a248504cf1e269447c20d-5b17c4e9332bdগত মার্চে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে স্বাগতিক ওমানের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই ওমানই এশিয়ান গেমসের গ্রুপ পর্বে জিমি-চয়নদের প্রতিপক্ষ।

আগামী ১৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এশিয়ান গেমস হকি। দুই গ্রুপে ১১টি দেশ অংশ নেবে এবারের প্রতিযোগিতায়। ‘এ’ গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা ও হংকং। স্বাগতিক ইন্দোনেশিয়াকে সঙ্গে  নিয়ে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি চার দল ওমান, পাকিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

এশিয়ান গেমস বাছাই পর্বের ফাইনালে বেশির ভাগ সময় বল নিয়ন্ত্রণে রেখেও ২-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজ দল। ২০ আগস্ট প্রথম ম্যাচেই ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ আগস্ট ইন্দোনেশিয়া, ২৪ আগস্ট মালয়েশিয়া, ২৬ আগস্ট থাইল্যান্ড ও ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে লড়াই।

চার মাস আগের ভুলত্রুটি শুধরে ওমানের বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ। দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা শুধু নিজেদের খেলাটা খেলতে চাই। সেটা খেলতে পারলেই হলো। তবে এটা বলতে পারি, বাছাই পর্বের চেয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ ভালো খেলবে।’

এশিয়ান গেমসে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন কৃষ্ণমূর্তি। তার কথা, ‘আমাদের নিচের র‌্যাংকিংয়ে যারা আছে তাদের হারাতে চাই। আর ওপরে থাকা দলগুলোর সঙ্গে লড়াই করা আমাদের লক্ষ্য। লড়াই করার মানসিকতা নিয়ে খেলতে হবে আমাদের।’