মেয়েদের হকিতে প্রথম জয়ের রেকর্ড বাংলাদেশের

মেয়েদের হকিতে প্রথম জয়ের রেকর্ড বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপ হকির বাছাই পর্বে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। তাতে নতুন এক কীর্তিও গড়লো তারা। মেয়েদের হকির ইতিহাসে এবারই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ জিতলো বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জালে জড়ানো দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।

আয়োজক সিঙ্গাপুরের মাঠে প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে কোনও গোল করতে দেয়নি লঙ্কানরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে এসে বাংলাদেশকে আর আটকাতে পারেনি।

বাংলাদেশের মেয়েরা প্রথম গোল পায় ২৭ মিনিটে। তারিন আক্তার খুশির লক্ষ্যভেদে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় গোল এসেছে ফারদিয়া আক্তারের স্টিক থেকে। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে গোল করেন তিনি।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে।