লিগে অংশ নিলেই এক কোটি টাকার ভাগ পাবে ক্লাবগুলো

ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি টাকার অনুদান পেয়েছে হকি ফেডারেশন। সেই টাকা এখন ফেডারেশনের কোষাগারে। অনুদানের টাকা দিয়ে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবকে সাহায্য করতে চাইছে ফেডারেশন। তবে কোন ক্লাব কী পরিমাণ টাকা পাবে, তা ঠিক হয়নি।

শুধু তা-ই নয়, যেই ক্লাব শুধু প্রিমিয়ার লিগ খেলতে আসবে, তাদেরই সাহায্য করা হবে। ফেডারেশন চাইছে আগামী ঈদের পরই লিগ টার্ফে গড়াতে। আগামীকাল (বুধবার) ফেডারেশনের নির্বাহী কমিটির সভা আছে। সেখানে লিগসহ অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দেওয়া এক কোটি টাকা দিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে সাহায্য করবো। তবে কোন ক্লাবকে কত টাকা দেওয়া হবে তা ঠিক হয়নি।’

সঙ্গে যোগ করলেন, ‘যারা লিগ খেলতে আসবে, শুধু তাদেরই সাহায্য করা হবে। বড় কিংবা ছোট দলকে একই পরিমাণ টাকা দেওয়া হবে কিনা তখনই সিদ্ধান্ত হতে পারে। নির্বাহী কমিটির সভাতে ফ্র্যাঞ্চাইজি ও প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হবে। সেখানে অনুদানসহ অন্য বিষয় নিয়েও আলোচনা হতে পারে।’