২০২২ সাল থেকে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ

বেশ কিছু দিন ধরেই হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগ করার তোড়জোড় চলছিল। অবশেষে সেই পথেই যাচ্ছে ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে দেশে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। লিগ সংক্রান্ত বিষয়ে এটিএন ইভেন্টের সঙ্গে এই মাসের শেষের দিকে চুক্তিও হতে যাচ্ছে।

বৃহস্পতিবার হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় ফ্র্যাঞ্চাইজ হকি নিয়ে আলোচনা হয়েছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ সভা শেষে বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি হকি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই লিগ নিয়ে এটিএন বাংলা আমাদের প্রস্তাবনা দিয়েছে। আমরা এই মাসের শেষের দিকে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করবো। আশা করছি, আগামী বছরের শুরুতে এই লিগ আয়োজন করতে পারবো।’

তবে দল, ভেন্যু কিংবা অন্য বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আমাদের প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিভাগভিত্তিক হবে। সব বিভাগে টার্ফ নেই। ফলে ঢাকাতেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। এসব বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় আরও সুস্পষ্ট হবে।’