আগে গোল করেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে হারের পর রবিবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেখানে আগে গোল করেও লাল-সবুজদের হারতে হয়েছে ৩-১ স্কোরলাইনে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকায় ৫ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রাউন্ড রবিন লিগে সবার সঙ্গেই ম্যাচ খেলা হবে। তবে প্রস্তুতিতে মন ভরাতে পারেনি স্বাগতিক দল। মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরুতে প্রথম কোয়ার্টারে লিড নিয়েছিল যদিও। ফরোয়ার্ড রকিবুল হাসান লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

কিন্তু পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে পাকিস্তান। এরপর তিনটি গোল পায় তারা। পাকিস্তানের গোলদাতা ছিলেন আবু বকর, রানা ওয়াহিদ ও মুবাশির আলী।

বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ম্যাচশেষে হতাশা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগে গোল করে এগিয়ে গেছি। কিন্তু লিড ধরে রাখতে পারিনি। পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ। এরপরই তিন গোল হজম করতে হয়েছে। তবে সামনের দিকে চেষ্টা করবো আরও ভালো খেলতে।’

আগের সূচি অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে দলটি ঢাকায় আসছে না। নতুন সূচিতে আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক দল। এরপর যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।