চ্যাম্পিয়নস ট্রফি হকি

প্রতিপক্ষরা শক্তিশালী তাই ‘শিখতে’ চায় বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির পর্দা উঠছে আগামীকাল (মঙ্গলবার)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও দক্ষিণ কোরিয়া। করোনাভাইরাসের কারণে শেষ মুহূর্তে মালয়েশিয়া না আসায় পাঁচ দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর সেরাটা দেওয়ার প্রত্যয়। র‌্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা বাংলাদেশের হারানোর কিছু নেই। সাধ্যমতো লড়াইয়ের ঘোষণা স্বাগতিকদের।

আজ (সোমবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে ট্রফি উন্মোচন হওয়ার পাশাপাশি পাঁচ দলের অধিনায়ক নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম এই প্রতিযোগিতা থেকে অভিজ্ঞতা অর্জন করতে চান। শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে কিছু শেখার চেষ্টা তাদের। নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে খেলবো। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদকজয়ী। অন্য দলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনায় খেলতে পারলে ভালো নৈপুণ্য দেখাবো বলে বিশ্বাস করি।’

২০১৭ সালের পর এবারই এশিয়ার বড় কোনও প্রতিযোগিতা ঢাকায় হচ্ছে। ঘরের মাঠে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল। আশরাফুল বলেছেন, ‘প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন, কৌশল আমরা দেখছি। কোচ ও কোচিং স্টাফরা প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন ও কৌশল বিশ্লেষণ করছেন। ম্যাচ বাই ম্যাচ হিসাব করে আমরা খেলতে চাই। প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এ ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ। আমাদের ভালো খেলার পথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতের অধিনায়ক মানপ্রিত সিংয়ের প্রত্যাশা, ‘প্রতিযোগিতায় পাঁচ দল অংশ নিচ্ছে। সবার জন্য শুভকামনা। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।’

পাকিস্তান অধিনায়ক উমর ভুট্টো দুই বছর পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে এসে ভালো করার আশায়, ‘দুই বছর পর আমরা আন্তর্জাতিক হকিতে অংশ নিচ্ছি। করোনার কারণে এতোদিন মাঠের বাইরে ছিলাম। আমরা চেষ্টা করবো টুর্নামেন্টে ভালো খেলার।’

জাপান অধিনায়ক সেং তানাকার লক্ষ্য অনেক উঁচুতে। সরাসরি বলেই দিলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া।’ দক্ষিণ কোরিয়ার অধিনায়কও ইতিবাচক খেলতে চাইছেন। তাই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত মিলছে।