এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

জাপানের সামনেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ

ভারতের সামনের রীতিমতো উড়ে গিয়েছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে এবার অন্তত হারের ব্যবধান কমাতে পেরেছে। ভারতের কাছে ৯ গোল হজম করা বাংলাদেশ আজ (শনিবার) জাপানের বিপক্ষে হেরেছে ৫-০ গোলে।

ঘরের টার্ফ মওলানা ভাসানী স্টেডিয়ামে বসেছে এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের লড়াই। তবে শক্তির বিবেচনায় প্রতিপক্ষদের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই ভালো পারফরম্যান্সে যত কম গোল হজম করা যায়, স্বাগতিকদের সেই চেষ্টাই বেশি। ভারতের সামনে প্রতিরোধ না টিকলেও শক্তিশালী জাপানকে মোটামুটি সামাল দিতে পেরেছে।

প্রথম কোয়ার্টারে টানা তিনটি পিসি পায় জাপান। যদিও একটিও কাজে লাগাতে পারেনি তারা। ১৩ মিনিটে পিসি পায় বাংলাদেশ। তবে আশরাফুলের হিট গোলকিপারের গায়ে লেগে বাইরে চলে যায়।

দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। কেনতা তানাকার স্টিক থেকে আসে লক্ষ্যভেদ। কেন নাগাইয়োশির পাসে গোল করে আনন্দের উপলক্ষ এনে দেন তিনি। ৩ মিনিট পর আবারও গোল উদযাপন জাপানের। ২৪ মিনিটে পিসি থেকে লক্ষ্যভেদ করেন রাইকি ফুজিশিমা।

তৃতীয় কোয়ার্টারেও ২ গোল হজম করে বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জাল খুঁজে নেন কাতো রাইওসেই। মিনিট খানেক পর পিসি পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বিপরীতে টানা দুই পিসি কাজে লাগাতে ব্যর্থ হলেও ৪২ মিনিটে সফল জাপান। কাতো রাইওসেই স্কোরলাইন করেন ৪-০। এরপর চতুর্থ কোয়ার্টারে ৫৭ মিনিটে সেরেন তানাকা গোল করলে বড় ব্যবধানে জয় পায় জাপান।