রোমাঞ্চকর ম্যাচ জিতলো সাকিব-শাহবাজের পদ্মা

আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচ দারুণ জমে উঠলো। শেষ পর্যন্ত  প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে একমি চট্টগ্রামকে ৪-৩ গোলে হারিয়ে জয়ের হাসি হেসেছে সাকিব আল হাসান-শাহবাজ আহমেদের মোনার্ক পদ্মা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় জয় পেলো তারা। অন্যদিকে টানা তিন জয়ের পর হার দেখলো চট্টগ্রাম।

ম্যাচের ৮ মিনিটে তারকা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় পদ্মা। দ্বিতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনও দল।

তৃতীয় কোয়ার্টারে জমে ওঠে লড়াই। ৩৩ মিনিটে জার্মানির পের হিনরিচ সমতা ফেরানোর তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চট্টগ্রামকে এগিয়ে নেন ভারতের ফরোয়ার্ড দেভিন্দর বালমিকি।

এই কোয়ার্টারের শেষ দিকে জবাবও দেয় পদ্মা। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে সমতা ফেরানোর পর দলকে ফের লিডও এনে দেন সাইফ খান।

চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতে বালমিকির হিট ঠিকানা খুঁজে পেলে আবারও সমতার স্বস্তি ফিরে চট্টগ্রামের শিবিরে। কিন্তু নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে জাপানি ডিফেন্ডার মিয়া তানিমিতসু পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে পদ্মার তিন পয়েন্ট নিশ্চিত  হয়।