ওমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশের এক খেলোয়াড় 

জুনিয়র এশিয়া কাপ হকিতে বৃহস্পতিবার বিকালে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগেই লাল সবুজ শিবিরে দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহরাব হোসেন সামিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আপাতত মালয়েশিয়ার বিপক্ষে খেলার সুযোগ নেই তার।

ওমান ম্যাচে কিছুটা জ্বর নিয়ে বদলি নেমে খেলেছিলেন সামিন। আজ হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা করার পর তার শরীরে মশাবাহিত রোগের সন্ধান মিলেছে।

ওমানের সালালাহ শহর থেকে বাংলাদেশ দলের টিম লিডার মাহবুবুল এহসান রানা বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওমান ম্যাচে সামিনের শরীর হালকা গরম ছিল। বুধবার বিকালের দিকে হঠাৎ জ্বর বাড়লে থাকলে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশকিছু টেস্ট করানোর পর ডেঙ্গু জ্বর নিশ্চিত হয়। এখন তাকে হোটেলের রুমে রাখা হয়েছে। হাসপাতাল একই বিল্ডিংয়ে থাকায় সেখানে আপাতত রাখা হয়নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করা হচ্ছে।’

এরপর রানা যোগ করেন, ‘ওমানে তো মশা দেখছি না। এখানে আসার আগে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে ছিল সবাই। এখন কীভাবে আক্রান্ত হলো বুঝতে পারছি না।’