রিও অলিম্পিকে ইথিওপিয়ান দৌড়বিদের ব্যতিক্রমী প্রতিবাদ

রিও অলিম্পিকের শেষ দিনে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ইথিওপিয়ার একজন ম্যারাথন দৌড়বিদ। রবিবার ফিনিশিং লাইন অতিক্রম করার পর দুই হাত উপরে তুলে ধরে ক্রস করে প্রতিবাদ জানান তার দেশের সরকারের বিরুদ্ধে।

মূলত ফেইসা লিলেসা নামের ওই দৌড়বিদ ইথিওপিয়ার ওরোমো জনগোষ্ঠীর একজন। আর সাম্প্রতিক পুলিশি নির্যাতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনভাবে প্রতিবাদ জানাচ্ছে ওরোমো জনগোষ্ঠী।

লিলেসা ম্যারাথনে রৌপ্য পদক জেতেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় এই ভঙ্গিতে প্রতিবাদ জানান আর বলেন, ‘যদি এখন দেশে ফিরে যাই আমার জীবন হুমকির মুখেই পড়বে।’

তিনি আরও বলেন, ‘ইথিওপিয়ার সরকার ওরোমো জনগোষ্ঠীর মানুষদের হত্যা করছে। তাদের সম্পদ এবং ভূমি কেড়ে নিচ্ছে। এরজন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর ওরোমো জনগোষ্ঠীর অংশ হিসেবে আমি এই প্রতিবাদকে সমর্থন করছি।’

/এফআইআর/