বুধবার শুরু আরচ্যারি চ্যাম্পিয়নশিপ

আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনকাল বুধবার থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে দ্য ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। 

চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৮টি দলের ৪৭ জন পুরুষ ও ৩২ জন মহিলা আরচ্যার অংশ নেবেন। অংশ নিতে যাওয়া দলগুলো হলো: ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব, এএসপিটিএস আরচ্যারি ক্লাব, বিজিবি, তিরন্দাজ সংসদ, টিম ব্লেজার বিডি, কোয়ান্টাম ফাউন্ডেশন, বিকেএসপি হাই পারফর্মার টিম ও বিকেএসপি।

বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দ্য ব্লেজার বিডি লি: পরিচালক কাজী রাফিদ ইবনে রাজীবসহ অন্যরা। 

/আরএম/এফএইচএম/