সেনাবাহিনীর পতাকার জন্য লড়লেন শরিফুল

সেনাবাহিনীর পতাকার জন্য লড়লেন শরিফুলরণাঙ্গনে নয়, অ্যাথলেটিক্সের ট্র্যাকে সেনাবাহিনীর পতাকা উঁচুতে রাখার জন্য লড়ে সফল হলেন বাংলাদেশ সেনাবাহিনীর স্প্রিন্টার শরিফুল ইসলাম। জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন শুক্রবার শরিফুল ২১.৫১ সেকেন্ড সময় নিয়ে অক্ষুণ্ন রাখেন তার ২০০ মিটার স্প্রিন্টের জাতীয় শিরোপা।

প্রতিযোগিতার প্রথম দিনে শরিফুল ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হয়েছিলেন, পেরে উঠেননি মেজবাহ আহমেদ ও আব্দুর রউফের সঙ্গে। সেই দুঃখ প্রশমিত করতেই কি এবার নিজের সেরা নৈপুণ্য প্রদর্শন করলেন শরিফুল? এমন প্রশ্নে তার জবাবটা এরকম, ‘না, এবারের আসরের শুরু থেকেই সেনাবাহিনী ও নৌ বাহিনীর মাঝে একটা অঘোষিত লড়াই চলছে।  গতকাল নৌ বাহিনীর মেজবাহ ও রউফ যখন ১০০ মিটারের প্রথম দুটি স্থান নিয়ে নিল। তখন স্টেডিয়ামে একটা রব ছিল যে সেনাবাহিনী-নৌবাহিনীর সঙ্গে পারে না। তখন থেকেই আমি পণ করি যে ২০০ মিটারের শিরোপা আমার নিজের ও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য জিততেই হবে। আর আমি সেটাই করে দেখিয়েছি।’

শরিফুল এসময় দুঃখ করে বলেন, ‘বছরের শুরুতে গৌহাটিতে এসএ গেমসের সময় পায়ে ব্যথা থাকার কারণে নিজের সেরাটা দিতে পারিনি। আমার বয়স ২৪, তাই আমি পরবর্তী এসএ গেমসের দিকে তাকিয়ে আছি। কঠোর অনুশীলন করে এসএ গেমসে সেরা হওয়াই আমার একমাত্র লক্ষ্য।’

শরিফুল শিরোপা জিতলেও তাকে কঠিন চ্যালেঞ্জ করেছিলেন বিকেএসপির সাইফুল ইসলাম সানি। ২১.৬৬ সেকেন্ড সময় নিয়ে তিনি হন দ্বিতীয়। আর আনসার ভিডিপির আল-আমিন ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

/আরএম/এফআইআর/