জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু





শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে শুরু হয়েছে এক্সিম ব্যাংক ২৬তম জাতীয় পুরুষ হ্যান্ডবল আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে এক্সিম ব্যাংক ২৬তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।



আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত খেলাগুলোতে কুমিল্লা ১৪-১১ গোলে সাতক্ষীরাকে, ফরিদপুর ১৮-১২ গোলে পটুয়াখালীকে, পঞ্চগড় ২৩-১০ গোলে ময়মনসিংহকে, রাজশাহী ৩০-২ গোলে বরগুনাকে, দিনাজপুর ১২-৬ গোলে নওগাঁকে, সুনামগঞ্জ ১৩-৭ গোলে ঝালকাঠিকে, জয়পুরহাট ১৮-২ গোলে হবিগঞ্জকে, গোপালগঞ্জ ১৬-১২ গোলে নারায়ণগঞ্জকে, মাদারীপুর ১৯-৯ গোলে নাটোরকে, বাগেরহাট ১৭-১০ গোলে পটুয়াখালীকে, যশোর ২২-৪ গোলে লালমনিরহাটকে, চুয়াডাঙ্গা ২১-৯ গোলে কুমিল্লাকে, মেহেরপুর ১১-৬ গোলে বরগুনাকে, বান্দরবান ২১-৬ গোলে নওগাঁকে, পঞ্চগড় ২৩-৪ গোলে ফেনীকে এবং সুনামগঞ্জ ২৯-৬ গোলে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে।
কৃৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ঘোষণা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মোঃ হাসান উল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান কোহিনুর, সাংগঠনিক কমিটির সম্পাদক এস.এম.খালেকুজ্জামান স্বপনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএম/