তৃতীয় রাউন্ডে আরও এগিয়েছেন সিদ্দিকুর

সিদ্দিকুর বসুন্ধরা ওপেনে তৃতীয় রাউন্ডে আগের অবস্থানকেও পেছনে ফেলেছেন সিদ্দিকুর। সব মিলে পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দেশসেরা গলফার।

বসুন্ধরা ওপেনে শুরুটা বাজে করেছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। যদিও দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে শুরু করেন। পঞ্চম স্থানে আগের দিন শেষ করে তৃতীয় রাউন্ডে আগের অবস্থানকেও পেছনে ফেলেছেন তিনি। সব মিলে পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন সিদ্দিকুর। তার সঙ্গে একই স্থানে রয়েছেন মার্কিন তারকা জর্জ কেমার। এই রাউন্ডে তিনটি বোগি ও ছয়টি বার্ডি করেন সিদ্দিকুর।

সিদ্দিকুর ছাড়াও এগিয়েছেন বাংলাদেশের আরেক গলফার দুলাল হোসেন। দ্বিতীয় রাউন্ড ২২তম স্থানে শেষ করে তৃতীয় রাউন্ড শেষ করেছেন ১২তম স্থানে।

এদিকে এখনও নিজের শীর্ষ স্থান তৃতীয় রাউন্ডেও অক্ষুণ্ন রেখেছেন থাইল্যান্ডের জ্যাজ জাতাওয়ানান্দ। পারের চেয়ে মোট ১৩শট কম খেলে তৃতীয় রাউন্ড শেষ করেন নবীন এই থাই গলফার। প্রথম রাউন্ড শেষ করেছিলেন পারের চেয়ে ৭ শট কম খেলে। আর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের শুভঙ্কর শর্মা। পারের চেয়ে মোট ৯ শট কম খেলেছেন তিনি।  

/এফআইআর/