মালয়েশিয়ান ওপেনে ৪১তম সিদ্দিকুর

সিদ্দিকুর-রহমানমালয়েশিয়ার সওজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত মেব্যাংক মালয়েশিয়ান ওপেনে ৪১তম হয়েছেন বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান। আজ রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়ে এক শট বেশি খেলে ৭৩ শটে খেলা শেষ করেন। 

৬৯+৬৯+৭৩+৭৩=২৮৪ শটে খেলা শেষ করে সম্মিলিতভাবে ছয়জনের সঙ্গে ৪১তম স্থানে টুর্নামেন্ট শেষ করেন সিদ্দিুকুর।

সিদ্দিকুর নবম হোলে বোগি, ১৪তম হোলে ডাবল বোগি ও ১৬তম হোলে আবারও বোগি করে পিছিয়ে পড়েন। প্রথম দুই রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে তিনি ছিলেন শিরোপা প্রত্যাশীদের তালিকায়। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন ১৭,৪০০ ডলার।

প্যারাগুয়ের ফাব্রিজিও জানোতি ২৬৪ শটে খেলা শেষ করে জিতে নেন শিরোপা। ৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছেন তিনি।

/আরএম/এফএইচএম/