ভারতের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র লিজার

শামীমা আক্তার লিজাইরানের রাজধানী তেহরানে গতকাল শনিবার শুরু হয় মেয়েদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। শনিবার প্রথম রাউন্ডের খেলায় ৬১ নম্বর বাছাই খেলোয়াড় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২০৭৭) চার নম্বর বাছাই খেলোয়াড় ও বিশ্বের ৭ নম্বর সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত খেলোয়াড় ভারতের গ্র্যান্ড মাস্টার হারিকা দ্রোনাভালির সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখান।

লিজা সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো পিয়ানো ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলেন। শুরু থেকেই লিজা সমতা বজায় রাখতে সক্ষম হন। খেলাটির শেষ পর্যায়েও লিজা জয়ের কোনও সুযোগ দেননি হারিকাকে। পরবর্তীতে লিজা ৮৫ চালে তার চেয়ে ৩৯৬ বেশি রেটেড গ্র্যান্ড মাস্টার হারিকার সঙ্গে ড্র করতে সক্ষম হন। 

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইরানে অনুষ্ঠিত হচ্ছে বলে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কিছু খেলোয়াড় এ আসরে অংশ নিচ্ছেন না। ইরানে বাইরে চলাফেরা করার সময় ওড়না বা হিজাব দিয়ে মাথা ঢেকে রাখার নিয়মের কারণে তারা ইরানে খেলতে যাননি। এদের মধ্যে আছেন গতবারের চ্যাম্পিয়ন চীনের হউ ইফান, ২০১৫ সালের চ্যাম্পিয়ন ইউক্রেনের মারিয়া মুজিচুক ও ভারতের আরেক শীর্ষ খেলোয়াড় কনেরু হাম্পি।

/আরএম/এফএইচএম/