রোল বল বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

বাংলাদেশ-সেনেগাল মহিলা দলের ম্যাচের একটি দৃশ্যপারল না বাংলাদেশের মেয়েরা। আশা জাগিয়েও চতুর্থ রোল বল বিশ্বকাপে মেয়েদের বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ সোমবার নকআউট পর্বে সেনেগালের বিপক্ষে ৬-১ গোলে হেরে বিদায় নিয়েছে আয়োজক বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের অধিনায়ক হিয়া একটি ও নুসরাত ২টি গোল করেন। 

পল্টন ময়দানের হ্যান্ডবল স্টেডিয়ামে উগান্ডার মহিলা দল ৪-০ গোলে নেপালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্য ম্যাচে ইরান মহিলা দল  উরুগুয়ের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাটভিয়া ৫-৪ গোলে পাকিস্তানকে হারিয়ে পৌঁছেছে শেষ আটে। ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল, এরপর অতিরিক্ত সময়ে ১-১ গোল হলে ফলাফল ৪-৪-এ দাঁড়ায়। শেষ পর্যন্ত লাটভিয়া গোল্ডেন গোলে ৫-৪ গোলের জয় পায়। 

ভারতের মহিলা দল ৮-২ গোলে ডেনমার্ককে ও আর্জেন্টিনা ৬-১ গোলে  স্লোভেনিয়াকে  হারিয়ে পূর্ণ করে কোয়ার্টার ফাইনালের লাইন আপ।

/আরএম/কেআর/