বৃহস্পতিবার শুরু হচ্ছে স্কুল বাস্কেটবল

Photo_1_PRAN Bubble Gum Inter School Basket Ball Tournamentরাজধানীর ১৪টি এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের দুটি মোট ১৬টি স্কুলের অংশগ্রহণে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে প্রাণ বাবল গাম আন্তঃ স্কুল বাস্কেটবল। ১৬টি স্কুলের মাঝে ছেলেদের বিভাগে ও মেয়েদের বিভাগে আটটি দল রয়েছে। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী  টুর্নামেন্ট শেষ হবে  শনিবার।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এই টুর্নামেন্টের  প্রধান পৃষ্ঠপোষক প্রাণ বাবল গাম। সহযোগিতায় থাকছে ট্রিট ডেইরি মিল্ক। 

আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন বলেছেন, ’বেশ কিছু দিন আমরা স্কুল টুর্নামেন্টটা করতে পারিনি, এবার এটি মাঠে ফিরিয়ে আনতে পারাতে আমরা আনন্দিত, আমরা ভালো কিছু ফুটবল খেলোয়াড় খুঁজে পাব।’ 

প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ বাস্কেটবল খেলাকে আরও জনপ্রিয় করা ও তরুণদের সঙ্গে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করার লক্ষ্যে টুনামেন্টের সঙ্গে সম্পৃক্ততার কথা জানান।   

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মঈনুল আহসান মঞ্জু, কোষাধ্যক্ষ ওয়াসেফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল আলম ফরহাদ, টুর্নামেন্টের সদস্য সচিব রনজিৎ চন্দ্র দাস,  ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তরা।

টুর্নামেন্টের অংশ নেওয়া স্কুলগুলো হলো-সেন্ট জোসেফ, গ্রিন জেমস, সিজিএস, সেন্ট নিকোলাস, সামারফিল্ড, ম্যানগ্রোভ ইন্টা:, সেন্ট গ্রেগরিজ, ম্যাপললিফ, দিল্লি পাবলিক, ধানমন্ডি টিউটোরিয়াল, গ্রিন হেরাল্ড, স্কলাসটিকা  মিরপুর, আরজত আরাজান স্কুল কিশোরগঞ্জ, সানবীমস, বিএফটিএস, একাডেমিয়া। 

/আরএম/কেআর/