দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-নাদাল

_96261668_gettyimages-689671676কিংবদন্তি আন্দ্রে আগাসিকে কোচ বানিয়েছিলেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনকে ঘিরেই নতুন এই কোচের অধীনে কাজ শুরু করেছিলেন। যার ফলটা প্রথমার্ধেই দিয়ে দিলেন সার্বিয়ান তারকা। স্প্যানিশ তারকা মার্সেল গ্রানোলের্সকে সহজে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এগিয়ে গেছেন আরেক ফেভারিট রাফায়েল নাদালও। দশম ফ্রেঞ্চ ওপেনের লক্ষ্যে ভালোভাবেই কোর্টে জবাব দিচ্ছেন তিনি।

বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ গত মাসেই পুরনো কোচের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। আর আগাসিকে রেখেই ফ্রেঞ্চ ওপেন শুরু করলেন ৬-৩, ৬-৪, ৬-২ গেমের জয়ে।

নাদালও জয় পেয়েছেন দাপট দেখিয়ে। ফ্রেঞ্চ তারকা বেনিত পেয়ারকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে।  

আগাসির অধীনে প্রথম জয় কেমন লাগছে সার্বিয়ান জোকোভিচের? এমন প্রশ্নে তার স্বাভাবিক উত্তর, ‘টেনিসের বাইরেও এবং ভেতরে আমার কাছে তার অনেক কিছুই ভাগাভাগির বিষয় আছে। আমি আসলে সেসব উপভোগ করছি।’

আর শুরুটা দুর্দান্ত করতে পেরে তৃপ্তি ঝরেছে নাদালের কণ্ঠে, ‘শুরুতে জয় পেলে আমি আনন্দিত হই। আর প্রথম রাউন্ডে আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু সহজ ছিল না।’

/এফআইআর/