ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুলে বাংলাদেশি গলফার আরাফ

আরাফ শার্ডবাংলাদেশি গলফার হিসেবে ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুলে যোগ দিচ্ছেন আরাফ শার্ড। আগামী ৩ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ড ও স্পেনে হবে টুর্নামেন্টটি। 

২০১১ সালে লুটার ওরথ অ্যামেচার চ্যাম্পিয়নশিপসহ ইংলিশ গলফে ছয়বার বিজয়ী হয়েছেন আরাফ। এছাড়া পেশাদার গলফার হিসেবে তিনি দুইবার শিরোপা জিতেছেন এবং পাঁচবার সেরা দশে জায়গা পান। ইউরোপিয়ান ট্যুর কোয়ালিফাইং স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণের আগে আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডে জামেগা প্রো ট্যুরে খেলবেন তিনি। 

আরাফ বলেন, ‘কোয়ালিফাইং স্কুলে অংশ নেওয়ার আগে এ ইভেন্টে খেলে নিজেকে ঝালাই করে নিতে চাই আমি এবং সেখানে ভালো করব আশা করি।’ ৭ আগস্ট থেকে ইংল্যান্ডের মিল্টন কেনিসে জামেগা প্রো ট্যুর উইন্ডমিলহিল ওপেন খেলবেন তিনি।

/এফএইচএম/