জুনিয়র অ্যাথলেটিকসে তিনটি রেকর্ড

কোচ মেহেদী হাসানের সঙ্গে রেকর্ড গড়া তিন অ্যাথলেট। ছবি-অ্যাথলেটিকস ফেডারেশনজাতীয় সিনিয়র অ্যাথলেটিকসে সাম্প্রতিক সময়ে রেকর্ড হয়নি। তবে রবিবার শুরু হওয়া ৩৩তম জুনিয়র অ্যাথলেটিকসের প্রথম দিনেই হয়েছে তিনটি রেকর্ড! তিনটিই হাই জাম্পে, আর তিনজনই বিকেএসপির অ্যাথলেট। ১৫-১৬ বছর গ্রুপে জুলফিকার নাঈম ও জান্নাতুল এবং ১৮-১৯ বছর গ্রুপে রেকর্ড গড়েছেন মাসুদ রানা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১.৮১ মিটার লাফিয়ে জুলফিকার ভেঙেছেন ২০০০ সালে গড়া পাবনার ইয়াকুব আলীর রেকর্ড। ইয়াকুবের সমান উচ্চতায় আল-আমিন লাফালেও জুলফিকার ছাড়িয়ে গেছেন দুজনকেই।

মেয়েদের ইভেন্টে জান্নাতুল ভেঙেছেন ২০০২ সালে গড়া বিজেএমসির রাবেয়া সুলতানার রেকর্ড। রাবেয়া লাফিয়েছিলেন ১.৫০ মিটার, আর ১.৫১ মিটার লাফিয়ে তাকে পেছনে ফেলেছেন জান্নাতুল।

মাসুদ রানা ১.৯৫ মিটার লাফিয়ে ভেঙে দিয়েছেন ২০০৯ সালে বিকেএসপিরই মাসুদ কায়সারের ১.৮৬ মিটারের রেকর্ড।

প্রথম দিনে ২০০ মিটারে ১৫-১৬ বছর গ্রুপে সোনা জিতেছেন নাটোরের সুলতান আহমেদ, ২২.৬০ সেকেন্ডে। বড়দের গ্রুপে ২১.৬০ সেকেন্ড নিয়ে শ্রেষ্ঠত্ব শেরপুরের মাসুদ রানার।

মেয়েদের দুটি শিরোপাই উঠেছে বিকেএসপির ঘরে। ছোটদের গ্রুপে রুপা খাতুন আর বড়দের গ্রুপে জিতেছেন দিশা সুলতানা। দিশা সময় নিয়েছেন ২৫.৯০ সেকেন্ড। রুপার টাইমিং আবার দিশার চেয়ে ভালো, ২৫.৫০ সেকেন্ড।

এছাড়া বড়দের ৮০০ মিটারে কুড়িগ্রামের আহসান হাবিব ও বিকেএসপির আইভি আক্তার, ছোটদের শটপুটে কিশোরগঞ্জের মাহমুদুল হাসান ও মুক্তা খাতুন, বড়দের ট্রিপল জাম্পে বিকেএসপির হোসেন মুরাদ ও জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন নড়াইলের তন্ময় বৈদ্য।