তিন বছর পর প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

KTM_7570২০১৪ সালে হয়েছিল প্রিমিয়ার হ্যান্ডবল লিগের সর্বশেষ আসর। মাঝে তিন বছর আলোর মুখ দেখেনি লিগ। অবশেষে শুরু হচ্ছে ১৭তম হ্যান্ডবল লিগ। আগামী ২১ জুলাই থেকে ১০ দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

আগের আসরে খেলেছিল ৯ দল, তবে এবার কোয়ান্টাম মেথডস প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হিসেবে নামবে প্রতিযোগিতায়। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিরাও খেলতে পারবেন লিগে। প্রত্যেক ম্যাচে তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ থাকবে দলগুলো। এছাড়া অংশগ্রহণ ফি পাবে ক্লাবগুলো।

সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেছেন, ‘নানান কারণে তিন বছর প্রিমিয়ার লিগ আয়োজন করা যায়নি। এবার তা হচ্ছে। আশা করছি দলগুলো জমজমাট খেলা উপহার দিতে পারবে।’

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ও রানার্স-আপ প্রাইম স্পোর্টিং ক্লাব ছাড়াও মেরিনার্স, আরামবাগ, মেনজিস, বাংলা ক্লাব, সূর্যোদয়, ভিক্টোরিয়া, ওল্ড আইডিয়ালস ও কোয়ান্টাম মেথড অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লিগ কমিটির চেয়ারম্যান এবিএম মাসুদ হোসেন, কাজী রাজিব উদ্দীন চপল, শিবলী নোমান ও জাহাঙ্গীর হোসেন।