মিশরে মাবিয়া-স্মৃতির রুপা জয়

মাবিয়া আক্তার সীমান্তমিশরের রাজধানী কায়রোতে চলছে আইএসএসএফ ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় দুর্দান্ত এক দিন কেটেছে বাংলাদেশের। মঙ্গলবার রুপা জিতেছেন দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও স্মৃতি আক্তার।

৭১ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন মাবিয়া। সব মিলয়ে ১৮০ কেজি ওজন তুলে এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন তিনি। স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন ও জার্কে তুলেছেন ১০০ কেজি। তাকে টপকে সোনা জিতেছেন মিশরের রানিয়া মোহাম্মদ ইজ্জাত। তিনি সব মিলিয়ে তুলেছেন ২০৭ কেজি।

২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসের সোনা জয়ী মাবিয়া এতদিন ৬৪ কেজি ওজন শ্রেণিতে লড়েছেন। এই বছরের সেপ্টেম্বরের ইন্দোনেশিয়ায় হওয়া এশিয়ান গেমসে এই ক্যাটাগরিতে তিনি তুলেছিলেন ১৭৮ কেজি ওজন।

স্মৃতি রুপা জিতেছেন ৪৫ কেজি ওজন শ্রেণিতে। স্ন্যাচে ৫৫ কেজি এবং ক্লিন ও জার্কে ৬৮ কেজি নিয়ে সব মিলিয়ে তুলেছেন ১২৩ কেজি।

মিশরের সাত দিনের এই প্রতিযোগিতা শুরু হয়েছে শনিবার থেকে। ২০ দেশের ১১৪ অ্যাথলেটকে নিয়ে বসা এই আসরের সেরা পারফরমাররা যোগ্যতা অর্জন করবেন ২০২০ সালের টোকিং অলিম্পিকে খেলার।