বিশ্বকাপ বাছাই খেলতে জার্মানি গেলেন রোমান

রোমান সানাবিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবার পদক এনে দেওয়া রোমান সানা সকালে জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন। কঠিন হলেও এবার তার লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করা। জার্মানিতে হবে বাছাইয়ের শেষ ধাপ।

দুই সপ্তাহ আগে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দারুণ সাফল্য পান রোমান। প্রথমবার জেতেন ব্রোঞ্জ পদক। এই টুর্নামেন্টে সাফল্যের স্বীকৃতি হিসেবে পান সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট। এবার রোমান সানার নতুন মিশন বিশ্বকাপ আর্চারি, স্টেজ চার। জার্মানির এই আসরে অংশ নিতে রবিবার সকালে ঢাকা ছেড়েছেন ২৪ বছর বয়সী এই আর্চার।

শুধু রোমান সানা একাই নন, ১ থেকে ৭ জুলাইয়ের বাছাই পর্বে তার সঙ্গে থাকছেন বিউটি রায়। রিকার্ভ পুরুষ ও মেয়েদের এককের পাশাপাশি মিশ্র দ্বৈতে অংশ নেবেন দুই জন।

ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে রোমান বলেছেন, ‘আমি পারফর‌ম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। তবে কোনও কথা দিতে পারছি না। শুধু নিজের খেলাটা খেলে যাবো। অনুশীলনে ভালো ফল হয়েছে। আশা করছি জার্মানিতে গিয়ে ভালো ফল করতে পারবো। বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্য থাকবে আমার।’