বঙ্গমাতা ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের

শুরু হলো বঙ্গমাতা ভলিবলবঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলে শুভসূচনা করেছে বাংলাদেশ। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিকরা।

আফগানিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। তারা জিতেছে ২৫-৯, ২৫-৯ ও ২৫-৩ পয়েন্টে। সকালে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ ৩-২ সেটে হারায় কিরগিজস্তানকে।

রবিবার বাংলাদেশের পরের ম্যাচ মালদ্বীপের সঙ্গে। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ নেপাল। প্রথম পর্বে স্বাগতিকদের শেষ ম্যাচ বুধবার কিরগিজস্তানের সঙ্গে।

শনিবার বেলা ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল সহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।