এবারও বড় আয়োজনে শেখ কামালকে স্মরণ করবে আবাহনী

শেখ কামাল১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ কামালকে হত্যা করে ঘাতকেরা। প্রতি বছরের মতো এবারও ১৫ আগস্টে এই বিশিষ্ট ক্রীড়া সংগঠকের স্মরণে নানা কর্মসূচি রেখেছে আবাহনী লিমিটেড

আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধার নির্দশন স্বরূপ শনিবার সকাল থেকে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে। কোভিড-১৯ এর কারণে সব অনুষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়দের মাল্যদান এবং তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত। এছাড়া জাতীয় এবং ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে।

১৫ আগস্ট সকাল ১০টায় বনানীস্থ তার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। বাদ জোহর গরিব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং সবশেষ বাদ আসর ক্লাব ভবনে হবে দোয়া মাহফিল।