বিশ্বকাপ দাবায় জিয়া

ফিদে বিশ্বকাপ কাপ দাবার বাছাই প্রতিযোগিতা এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতার সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী ১০ জুলাই হতে যাওয়া বিশ্বকাপ দাবায় সুযোগ পেয়েছেন জিয়া।

সাড়ে ৭ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রানার-আপ রয়েছেন।

জিয়া এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলবেন। পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর জিয়া বলেছেন, ‘কিছুটা উৎকণ্ঠায় ছিলাম। রাজীব জিতে গেলে সে খেলতো বিশ্বকাপ। তাতে আমার অতৃপ্তি থাকতো না। আমি চারবার খেলেছি।’

আজকের ড্র ও রাজীবের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার বলেছেন, ‘আমি ড্র করায় কিছুটা নাটকীয়তা তৈরি হয়। আমি কিছুটা সেফ খেলে ড্র করেছি। বেশি ঝুঁকি নেইনি। রাজীব কালো ঘুটি নিয়ে খেলছিল ফলে তার ড্রয়ের সম্ভাবনাই ছিল। তারপরও একটু মনের মধ্যে সংশয় ছিল। এখন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে ভালো করার লক্ষ্য রয়েছে।’

এ বছর বিশ্বকাপ দাবায় বিভিন্ন দেশ থেকে ২০০’র বেশি দাবাড়ু অংশগ্রহণ নেবেন। ২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে নিয়াজ মোর্শেদ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি খেলবেন আসন্ন রাশিয়া বিশ্বকাপে। আর এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হিসেবে জিয়া তার সঙ্গী হবেন।