ইউরোয় আজ জমজমাট লড়াই: কখন, দেখবেন কোথায়

উপভোগ্য তিনটি ম্যাচ হতে যাচ্ছে আজ (শনিবার) ইউরো চ্যাম্পিয়নশিপে। এবারের ইউরোপিয়ান প্রতিযোগিতায় ‘গ্রুপ অব ডেথ’ হয়েছে ‘এফ’। এই গ্রুপেরই খেলা মঞ্চায়িত হতে যাচ্ছে আজ। মুখোমুখি হচ্ছে ফ্রান্স-হাঙ্গেরি ও পর্তুগাল-জার্মানি। এর সঙ্গে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে স্পেন-পোল্যান্ডের লড়াই।

আজ (শনিবার) ইউরোর প্রথম ম্যাচটিই উত্তেজনায় ঠাসা। সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ফ্রান্স-হাঙ্গেরি। পরের ম্যাচ আরও আকর্ষণীয়, রাত ১০টায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল লড়বে জার্মানির বিপক্ষে। আর দিনের শেষ ম্যাচে ১টায় মুখোমুখি হবে স্পেন-পোল্যান্ড। তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

ফুটবল উন্মাদনার সঙ্গে আছে ক্রিকেটের জমজমাট লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচটির দ্বিতীয় দিনের খেলা দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

টিভি সূচি

ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপ

হাঙ্গেরি-ফ্রান্স

সরাসরি, সন্ধ্যা ৭টা, সনি সিক্স ও সনি টেন ২

পর্তুগাল-জার্মানি

সরাসরি, রাত ১০টা, সনি সিক্স ও সনি টেন ২

স্পেন-পোল্যান্ড

সরাসরি, রাত ১টা, সনি সিক্স ও সনি টেন ২

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভারত-নিউজিল্যান্ড, দ্বিতীয় দিন

সরাসরি, বেলা ৩-৩০ মিনিট, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১