এক ক্যাটাগরিতে তিন রেকর্ড চীনের, ভারতের প্রথম পদক

এবারের অলিম্পিকে প্রথম সোনা জিতেছে চীন। সাফল্যের সংখ্যা বেড়েই চলেছে তাদের। এবার মেয়েদের ভারোত্তোনের ৪৯ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছে রেকর্ড গড়েছে। তাদের এই সাফল্যের কারিগর হোউ ঝিহুই। অলিম্পিকের তিনটি রেকর্ড গড়ে ২১০ কেজি ওজন তুলে সোনা জিতেছেন এই ভারোত্তোলক। এই ইভেন্টে প্রথম পদক জিতেছে ভারত। দেশটির মীরাবাই চানু জিতেছেন রুপা।

৪৯ ওজন শ্রেণিতে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক তিন ক্যাটাগরিতে ২১০ কেজি ওজন তুলে সোনা জিতেছেন ঝিহুই। তিনটি ক্যাটাগরিতেই অলিম্পিকে রেকর্ড গড়েছেন তিনি। স্ন্যাচে ৯৬ কেজির বিশ্বরেকর্ড তার দখলে। যদিও টোকিও অলিম্পিকে এই রেকর্ড ভাঙার চেষ্টা করেননি এই চীনা। বিশ্ব রেকর্ড না ভাঙলেও ততক্ষণে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জয় নিশ্চিত হয়ে হেছে ঝিহুইয়ের।

ঠিক তারপরই ২০২ কেজি ওজন তুলে টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন চানু। অলিম্পিক ইতিহাসে এই ডিসিপ্লিনে দ্বিতীয় পদক জিতলো ভারত। ২১ বছর আগে ২০০০ সালে ৬৯ কেজি ওজন শ্রেণিতে ভারোত্তোলনে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন কারনাম মালেশ্বরী।

এই ইভেন্টে ১৯৪ কেজি ওজন তুলে তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার ১৯ বছর বয়সী উইন্দি কান্তিকা।