বড় স্বপ্ন নিয়ে মালদ্বীপ গেলো বাংলাদেশ দল

সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা অর্জন ২০০২ সালে। সেবার সোনাম সুলতানা ও মৌমিতা আলম মেয়েদের দলীয় ইভেন্টে রুপা জিতেছিলেন। এরপর ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১৭ সালে তো এসেছিল চারটি ব্রোঞ্জ। এবার মালদ্বীপের টুর্নামেন্টে সেরা সাফল্য পেতে চাইছে বাংলাদেশ।

সেই লক্ষ্যে আজ (শনিবার) দুপুরে ঢাকা ছেড়েছে সাদিয়া-নাফিসরা। সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আগামী ৯ থেকে ১২ মে হতে যাচ্ছে মালদ্বীপের রাজধানী মালেতে।

বাংলাদেশ দলে ১০ জন খেলোয়াড় রয়েছেন। ছেলে ও মেয়ে দুই বিভাগেই আছেন ৫ জন করে। এই টুর্নামেন্ট সামনে রেখে দেড় বছর ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। এবার লাল-সবুজ দলের লক্ষ্য বড়।

দলের অন্যতম খেলোয়াড় সাদিয়া ইসলাম মৌ যেমন বলেছেন, ‘প্রস্তুতি যেভাবে হয়েছে তাতে করে দারুণ আত্নবিশ্বাসী দলের খেলোয়াড়রা। ভালো অনুশীলন হয়েছে। অনেক দিন ধরে একসঙ্গে অনুশীলন করেছি। অনেক টেকনিক ও সার্ভিসে উন্নতি হয়েছে। আমরা সোনার পদকের জন্য লড়বো। এরপর রুপার জন্য।’