ভারতের কাছে হেরে সোনা হাতছাড়া বাংলাদেশের

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড স্টেজ-২-এ কম্পাউন্ড ছেলেদের দলগত ইভেন্টে সোনা জেতার মিশনে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পেরে ওঠেনি। ইরাকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ দলকে।

আজ (মঙ্গলবার) দলগত ইভেন্টে বাংলাদেশ হেরেছে ১৫২-১৪১ পয়েন্টে। অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে এসেছে ব্রোঞ্জ পদক। আশিকুজ্জামান ও শ্যামলী রায় স্বাগতিক ইরাককে হারিয়েছেন ১৫২-১৪১ পয়েন্টে।

কম্পাউন্ড মেয়েদের এককে বাংলাদেশের শ্যামলী রায় স্বদেশি সুমা বিশ্বাসকে ১৪০-১৩৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।

আগামীকাল (বুধবার) রিকার্ভ বিভাগে তিনটি সোনার পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ। রিকার্ভ মেয়েদের দলগত, রিকার্ভ ছেলেদের দলগত ও রিকার্ভ ছেলেদের একক ইভেন্টে হবে লড়াই।