বিশ্বকাপে জায়গা করে নেওয়া হকি দল পাচ্ছে বোনাস ২০ লাখ টাকা 

বাংলাদেশ  হকি দল জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে ২০২৫  বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ওমান থেকে  দেশে ফেরার  হকি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

হকি দল দেশে ফেরার একদিন পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।

বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র  হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সাফল্যের জন্য  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বোনাস প্রদান করা হবে।  জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।