রাগবির উন্নয়নে সহায়তা দেবে মারিয়া ক্রিশ্চিয়ানা ফাউন্ডেশন

indexবাংলাদেশে রাগবি উন্নয়নে প্রশিক্ষণ কোর্স, প্রতিযোগিতা আযোজনসহ বিভিন্ন সহযোগিতা করবে দুবাইভিত্তিক বেসরকারি দাতা সংস্থা মারিয়া ক্রিশ্চিয়ানা ফাউন্ডেশন। বাংলাদেশ রাগবি ফেডারেশন এবং মারিয়া ক্রিশ্চিয়ানা ফাউন্ডেশনের মধ্যে আজ এক আলোচনার পর সংস্থাটি এ আশ্বাস দেয়।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমেদ এবং মারিয়া ক্রিশ্চিয়ানা ফাউন্ডেশনের পক্ষে মাটিয়াস লিন্ডার (আর্জেন্টিনা), নেল হান্ডারসন (ইংল্যান্ড), বেনজামিন মোলস (ইংল্যান্ড) আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য মারিয়া ক্রিশ্চিয়ানা ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমানে একটি রাগবি প্রশিক্ষণ কোর্স চলছে। ১২০ জন পুরুষ মহিলা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ফাউন্ডেশনের সহযোগিতায় অনুর্ধ ১৭ পুরুষ ও মহিলা অনুর্ধ ১৯ পর্যায়ের একটি প্রতিযোগিতা আগস্ট মাসে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এছাড়া বিদেশি দলের সঙ্গে বাংলাদেশ দলের প্রদর্শনী ম্যাচ আয়োজনের ব্যাপারেও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে মারিয়া ক্রিশ্চিয়ানা ফাউন্ডেশন।

/আরএম/এমআর/